TGpremiumBD.COM – রিফান্ড পলিসি (বাংলাদেশ)

আমাদের ওয়েবসাইট TGpremiumBD.COM থেকে আপনি খুব সহজেই টেলিগ্রাম স্টার এবং টেলিগ্রাম প্রিমিয়াম বাংলাদেশে bKash, Nagad এবং Rocket এর মাধ্যমে কিনতে পারবেন। তবে, এই ভার্চুয়াল প্রডাক্টস কেনার পরে রিফান্ড পেতে হলে আপনাকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

আমাদের রিফান্ড নীতিমালা অনুযায়ী, কোনো সমস্যা হলে অবশ্যই প্রডাক্ট পার্সেসের ২ মিনিটের মধ্যে WhatsApp এর মাধ্যমে আমাদের জানাতে হবে। শুধুমাত্র এই নির্দিষ্ট সময়ের মধ্যে জানালে আমরা আপনার পেমেন্ট রিফান্ডের ব্যবস্থা করতে পারি। কারণ, টেলিগ্রাম স্টার বা টেলিগ্রাম প্রিমিয়াম একবার পার্সেস হয়ে গেলে আর রিফান্ড দেয়া সম্ভব হয় না। যতক্ষণ পর্যন্ত অর্থ আমাদের কাছে থাকে, আমরা রিফান্ড দেয়ার চেষ্টা করতে পারি।

আমরা প্রডাক্ট ডেলিভারির জন্য এবং কখনো কখনো গুরুত্বপূর্ণ নোটিশ পাঠানোর উদ্দেশ্যে আপনার WhatsApp নম্বর সংগ্রহ করে থাকি। আপনার কেনাকাটায় সহায়তা পেতে সরাসরি আমাদের WhatsApp-এ যোগাযোগ করতে পারেন।

Scroll to Top